বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল কাঠমিস্ত্রির

বগুড়ায় ট্রাকচাপায় ইব্রাহিম (২৮) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শেখপাড়া মধ্যপাড়া মহল্লার আব্দুল খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, কাজের জন্য বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন ইব্রাহিম। বাইপাস সড়কে ওঠার পর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন।
তিনি বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন