পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা

নওগাঁর বদলগাছী উপজেলায় পুকুরের মাটি ইটভাটায় বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এক্সকেভেটর দিয়ে পুকুর খননের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
মাটি ব্যবসায়ী হাবিবুর রহমান উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, উপজেলার হাবিবুর নামের এক ব্যক্তি পুকুর খননের মাটি ইট ভাটায় বিক্রি করছেন এবং মাটিবোঝাই ভারী যানবাহন চলাচলে গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে।
তিনি জানান, এ কাজের জন্য ২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন