জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করবেন কে?

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েতের মধ্যদিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হবে। শুক্রবার বেলা ৩টায় শুরু হবে এই আয়োজনের আনুষ্ঠানিকতা। এতেই দলের নেতৃত্বসহ নানা বিষয়ে জানানো হবে।
আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এ দলের আহ্বায়ক হচ্ছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। সদস্য সচিব আখতার হোসেন। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।
নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন অসংখ্য জনতা। তৈরি হয়েছে মঞ্চ। এই মঞ্চ থেকেই নতুন দলের যাত্রা ঘোষণা করা হবে।
নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার। তবে ঠিক কোন শহীদের পারিবার নামটি ঘোষণা করবে তা নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র জানিয়েছেন, নতুন দলের নাম এবং এর শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন