সুনামগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি কুদরত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কুদরত আলী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে কুদরতকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুদরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/০৪মার্চ/এসএ)

মন্তব্য করুন