নারী দিবসে ব্যতিক্রমী ফ্লাইট পরিচালনা বিমানের

আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যতিক্রম আয়োজন করেছে। ককপিট ও কেবিন ক্রুসহ সব নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি সংহতি প্রকাশ করে জাতীয় পতাকাবাহী এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
পাঁচজন নারী কেবিন ক্রু সদস্যসহ ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নির্দেশনায় ঢাকা-ব্যাংকক-ঢাকা বিশেষ ফ্লাইট বিজি-৩৮৮ পরিচালিত হচ্ছে।
নারীদের সমন্বয়ে বিশেষ ফ্লাইটটি আজ বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে।
(ঢাকাটাইমস/০৮মার্চ/এফএ)

মন্তব্য করুন