বাফুফের ওপর থেকে অর্থনৈতিক ‘নিষেধাজ্ঞা’ তুলে নিল ফিফা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১২:২৯| আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৩:৩৭
অ- অ+

দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে ফিফা। প্রতিটি ফুটবল ফেডারেশন ফিফার কাছ থেকে বড় অঙ্কের ফান্ড পায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এর ব্যতিক্রম নয়। কিন্তু ২০১৮ সাল থেকে সংগঠনটির ওপর অর্থনৈতিক ‘নিষেধাজ্ঞা’ আরোপ করেছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে। এবার সংস্থাটি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাফুফে।

এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

গত দুই বছর টালমাটাল সময় পার করেছে বাফুফে। সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম হাসান ও সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনে ফিফা। নিষেধাজ্ঞার পাশাপাশি কয়েকজনকে বড় অঙ্কের জরিমানাও করা হয়।

(ঢাকাটাইমস/০৮ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা