আইএফআইসি ব্যাংকে নারী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৪:৩৯| আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪:৪৭
অ- অ+

‘অগ্রযাত্রায় হোক নারীর জয়গান, অমূল্য তোমাদেরই অবদান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

সময় তিনি বলেন, “নারীর ক্ষমতায়নে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে অগ্রগামী ভূমিকা পালন করছে। আমাদের মেধাভিত্তিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বর্তমানে নারী কর্মীর সংখ্যা ৩০%, যা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অগ্রগণ্য।”

১৪০০ এর বেশি শাখা-উপশাখার মধ্যে ইতোমধ্যে ২৮৩টি শাখা-উপশাখা সরাসরি নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র মানেজমেন্ট টিমের সদস্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. মনিতুর রহমান, কে আর এম মোস্তফা কামাল, ইকবাল পারভেজ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টরা। সময় চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য #AccelerateAction এর আলোকে আইএফআইসি ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা