এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৮:০১
অ- অ+

চ্যাম্পিয়ন্স ট্রফিন নবম আসরে ছে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ব্যর্থ এক মিশন শেষ করে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে শিগগিরই আবার আন্তর্জাতিক ম্যাচে ফিরছে টাইগাররা। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসবে বাংলাদেশে।

শনিবার (৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী এপ্রিল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে তারা।

সফরের প্রথম পাঁচদিন বিশ্রাম ও অনুশীলনের পর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে। সিরিজ শেষ করে ৩ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে দল।

২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালে অভিষেকের পর এবারই প্রথম মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কোনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। বিসিবি এবারও মিরপুরকে বাদ দিয়ে দুই টেস্টের সিরিজ আয়োজন করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, চলমান ঢাকা প্রিমিয়ার লিগের কথা মাথায় রেখেই মিরপুরে কোনো টেস্ট রাখা হয়নি।

গত বছর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততার কারণে টেস্ট সিরিজটি বাতিল করা হয়েছিল। এবার সেই স্থগিত থাকা টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০২০ সালের পর এবারই প্রথম বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সেবছরের ফেব্রুয়ারিতে একমাত্র টেস্টে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে হেরেছিল তারা। যদিও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০২৪ সালে বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে, যেখানে তারা ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছিল। এবার টেস্ট সিরিজে কেমন পারফরম্যান্স করে, সেটিই দেখার অপেক্ষা।

(ঢাকাটাইমস/০৮ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা