হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণোদ্যমে পরিচালনার দাবিতে ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৯:৪২
অ- অ+

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা, অবকাঠামো উন্নয়ন প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণ উদ্যমে পরিচালনা এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা একটায় মানববন্ধন শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন হবিগঞ্জ সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, মো. কামরুল ইসলাম, মোস্তাক খান চৌধুরী রুমেল, সাইদুর রহমান, মো. সুয়েব রানা, শাহ মুরাদ, রুবেল খান, ইকবাল চৌধুরী এবং হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী আবু হাসান, সাজিদুর রহমান প্রমুখ।

জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ জেলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ডাক্তারদের প্রয়োজনীয়তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, হবিগঞ্জ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর হবিগঞ্জসহ আশপাশের অনেক জেলার রোগীরা এখানে সেবা নিতে আসেন। তাই এই কলেজ বন্ধের পাঁয়তারা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের দুর্নীতি ঢাকতে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মহল হবিগঞ্জ মেডিকেল কলেজসহ সারা দেশে ৬টি মেডিকেল কলেজ মানহীনের অজুহাতে বন্ধের ষড়যন্ত্র চলছে। এই কলেজ বন্ধ বা অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা হলে জেলাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা