খেলোয়াড় থেকে গুজরাটের কোচ ম্যাথু ওয়েড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১৭:১৪
অ- অ+

ক্রিকেটবিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে মাতামাতি থাকে সবচেয়ে বেশি। আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। অর্থের ঝনঝনানিতে এই আসর নজর কাড়ে সবার। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামীদামী ক্রিকেটাররা।

আইপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ। তবে এক সপ্তাহ পিছিয়ে তা নেওয়া হয়েছিল ২১ মার্চে। তবে সে তারিখেও শুরু হচ্ছে না আইপিএল। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এই মেগা ইভেন্ট। আইপিএল শুরুর আগেই তাই ডাগ আউটে শক্তিবৃদ্ধিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। তারেই ধারাবাহিকতায় সহকারী কোচ নিয়োগ দিলো গুজরাট টাইটান্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে গুজরাট। তারা লিখেছে, ‘চ্যাম্পিয়ন। ফাইটার। এখন আমাদের সহকারী কোচ! গুজরাট টাইটান্সের ডাগআউটে আবার স্বাগত, ম্যাথু ওয়েড!’

টাইটান্সের কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে বরাবরের মতোই থাকবেন আশীষ নেহরা। ব্যাটিং কোচ হিসেবে আছেন পার্থিব প্যাটেল এবং সহকারী কোচ হলেন আশীষ কাপুর এবং নরেন্দ্র নেগি। এদের সঙ্গে দ্রুতই যোগ দেবেন ওয়েড।

অস্ট্রেলিয়ার এই তারকা ২০২২-২৪ মৌসুমে গুজরাটের হয়ে খেলেছেন। তবে আসছে এই মৌসুমের আগে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ২০২৫ আইপিএলে নাম লেখাননি তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯২ টি-টোয়েন্টিতে ওয়েড উইকেটরক্ষক হিসেবে ৬৪টি ডিসমিসাল ছাড়াও এক হাজার ২০২ রান করেছেন।

আইপিএলেও ১৫টি ম্যাচ খেলেছেন ওয়েড। যদিও উল্লেখ করার মতো তেমন ইনিংস খেলতে পারেননি তিনি। ১০৩.৩৯ স্ট্রাইক রেটে মোটে ১৮৩ রান আসে তার ব্যাটে। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলতে দেখা গেছে তাকে। এছাড়াও বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

(ঢাকাটাইমস/০৯ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিজার্ভ ছাড়াল সাড়ে ২৭ বিলিয়ন ডলার 
ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে গ্রেফতার
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা