মিচেল-ব্রেসওয়েলের জোড়া অর্ধশতকে নিউজিল্যান্ডের লড়াকু পুঁজি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে কিউইরা। ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো পায় তারা। এরপরই শুরু ছন্দপতন। বারুন চক্রবর্তী ও কুলদিপ যাদব মিলে নাড়িয়ে দেন নিউজিল্যান্ডের টপ অর্ডার। টপ অর্ডারদের হারানোর পর মন্থর হয়ে যায় রানের গতিও।
তবে ভারতের স্পিনের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে কিউইরা। ড্যারেল মিচেলের লড়াকু ইনিংস এবং মিচেল ব্রেসওয়েলের ঝোড়ো ঝোড়ো ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে দলটি।
রবিবার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে সাত উইকেটে ২৫১ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেরিল মিচেল। ১০১ বলে তার ইনিংসটিতে ছিল তিনটি বাউন্ডারি।
ফাইনালে নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। প্রথম ৭ ওভারে তুলে নেন ৫১ রান। তবে পরের ওভারেই ঘরে ছন্দপতন।
২৩ বলে ১৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান উইল ইয়াং। তার বিদায়ে ৫৭ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।
উইল ইয়াংয়ের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান রাচিন রবীন্দ্র ও কেইন উইলিয়ামসন। রাচিন রবীন্দ্র ২৮ বলে ৩৭ ও কেইন উইলিয়ামসন ১৪ বলে ১১ রান। তাদের দ্রুত বিদায়ে ৭৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
এরপরেই জুটি গড়েন ড্যারিল মিচেল ও টম লাথাম। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিউজিল্যান্ড। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান উইল ইয়াং। আউট হওয়ার আগে করেন ৩০ বলে ১৪ রান। তার বিদায়ে ভাঙে ৩৩ রানের জুটি।
টম লাথামের বিদায়ের পর জুটি গড়ে দলকে টেনে তুলতে থাকেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্স। এই জুটিতে ভর করে ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিউইরা।
তবে থীতু হয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন গ্লেন ফিলিপ্স। ৫২ বলে ৩৪ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান গ্লেন ফিলিপ্স। তার বিদায়ে ভেঙে যায় ৫৭ রানের জুটি।
সবার আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে ভারতের বিপক্ষে ফিফটি তুলে নেন ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে আজ তিনি ৯১ বলে তুলে নেন অর্ধশতক।
অর্ধশতক তুলে নেওয়ার পর ৪৬ তম ওভারে মোহাম্মদ শামির বলে আউট হওয়ার আগে ১০১ বলে ৬৩ রান করেন তিনি। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন ব্রেসওয়েল। ৪০ বলে তার ৫৩ রানের ঝোড়ো ইনিংসে ২৫৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। মোহাম্মদ শামি এবং জাদেজা নিয়েছেন একটি করে উইকেট।
(ঢাকাটাইমস/০৯ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন