দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক দুলাল

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৩:০৭| আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৩:৩৭
অ- অ+

দিনাজপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে স্বরুপ বকসী বাচ্চু ও ভোটের মাধ্যমে পুনরায় সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬১টি ভোটারের মধ্যে ৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল ৩৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদুর রহমান পেয়েছেন ১১ ভোট। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে স্বরুপ বকসী বাচ্চু, সহ-সভাপতি পদে শাহ আলম শাহী ও আজহারুল আজাদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং, কোষাধ্যক্ষ পদে বিপুল সরকার সানি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে কাশি কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক পদে বেলাল উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, দপ্তর সম্পাদক পদে খাদেমুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক পদে মাসুদ রেজা হাই, সদস্য পদে রিয়াজুল ইসলাম, রুস্তম আলী মণ্ডল, রফিকুল ইসলাম ফুলাল ও বাবু আহমেদ বাব্বা।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশফাক আহমেদ ও অশোক কুমার কুন্ডু। বিকালেই নির্বাচন কমিশনার তাদের ফলাফল ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/১৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা