ঘাটাইলে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।
স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার সাগরদিঘির একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের লোকজন ও এলাকাবাসীর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার স্টেশন উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর ঘাটাইল ও মধুপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। স্থানীয়দের দেওয়া তথ্য মতে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
(ঢাকা টাইমস/১৭মার্চ/এসএ)

মন্তব্য করুন