সোনারগাঁও থেকে অপহৃত মাদ্রাসাছাত্র টাঙ্গাইল থেকে উদ্ধার, অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৭:১৩
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অপহৃত ৭ বছর বয়সী মাদ্রাসাছাত্র রাইয়ানকে উদ্ধারকে উদ্ধার করেছে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। একইসঙ্গে শিশুকে অপহরণকারী আল-আমিনকে (২০) আটক করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। এদিন রেলওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৫ মার্চ দুপুরে অপহরণকারী মাদ্রাসা পড়ুয়া শিশু রাইয়ানকে ভালো থাকা-খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসা থেকে ফুসলিয়ে টঙ্গী এলাকায় এনে আটক করে রাখে। এরপর ভিকটিমের বাবার মোবাইলে ইমুর মাধ্যমে তার ছেলের আটকাবস্থায় ছবি পাঠিয়ে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। দর কষাকষির একপর্যায়ে ভিকটিমের বাবা বিকাশের মাধ্যমে তিন কিস্তিতে মোট ৪০ হাজার টাকা অপহরণকারীকে মুক্তিপণ বাবদ প্রদান করেন।

কিন্তু মুক্তিপণের টাকা পাওয়ার পরও ভিকটিমকে পরিবারের নিকট ফেরত না দিয়ে ট্রেনে করে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে নিয়ে যায় এবং মেরে ফেলার হুমকি দিয়ে বিভিন্ন ট্রেনে ও স্টেশনে জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার পরিকল্পনা করে। অবশেষে আজ তাকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ভিকটিম রাইয়ান তার গ্রামের চেঙ্গাকান্দি দারুল কোরআন মাদ্রাসা মক্তব (শিশু শ্রেণি) শ্রেণিতে অধ্যয়নরত। ভিকটিম ও অপহরণকারী একই গ্রামের পূর্ব পরিচিত। ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর ও এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১৭মারচ/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা