গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ১১:৪৩| আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১১:৫৯
অ- অ+

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম।

তিনি জানান, মোবাইল কোর্টের মাধ্যমে মৌখিকভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রিকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম তা নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা।

কিছু অসাধু লোক ঘোড়ার মাংস কম দামে কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ ওঠে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এরপর প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হয়।

এ ঘটনায় ঘোড়া বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় নড়েচড়ে বসে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। পাশাপাশি সমালোচনা তো আছেই। সব মিলিয়ে নিষিদ্ধ করা হলো ঘোড়ার মাংস বিক্রি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা