মৌলভীবাজারে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

মৌলভীবাজারে এক সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন সাংবাদিক শাহজাহান আহমেদ (৪৫)। মঙ্গলবার রাতে সদর হাসপাতাল জামে মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত শাহজাহান আহমেদ দৈনিক রূপালী বাংলাদেশের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সদর হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হন সাংবাদিক শাহজাহান। এসময় মসজিদের সামনে আগে থেকে ওত পেতে থাকা মাস্ক পরা ৭/৮ জন দুর্বৃত্ত শাহজাহানের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়। তবে কী কারণে এই হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদেরকে ধরতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/১৯মার্চ/এসএ)

মন্তব্য করুন