রাজধানীতে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১০ হাজার ৬১০ পিস ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার রাতে পূর্ব নাখালপাড়া এবং মেরাদিয়া ও উত্তর গোড়ান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের গুলশান ও তেজগাঁও সার্কেল।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়াস্থ এলাকায় অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পৃথক আরেক অভিযানে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকা থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. ইমন হোসেনকে (৩৩) এবং অন্য এক অভিযানে খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকা হতে ১১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক সরবরাহ করতো।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন