‘খিলাফত প্রতিষ্ঠা ছাড়া মুসলিমদের মুক্তি নেই’

যদি শুধু দোয়া ও মানববন্ধন করেই মুসলমানদের বিজয় নিশ্চিত হতো, তাহলে রাসুল (সা.) বদর ও উহুদ যুদ্ধে অংশ নিতেন না। মুসলমানদের আবারও এক ছায়ার তলে আশ্রয় নিতে হবে এবং মুসলিম খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম।
বৃহস্পতিবার জবি শিক্ষক সমিতির আয়োজনে গাজায় ফিলিস্তিনিদের ওপর নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘আমরা যদি শুধু নিন্দা আর মানববন্ধনেই সীমাবদ্ধ থাকি, তাহলে কোনো পরিবর্তন আসবে না। ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হলে তাদের সব পণ্য চিহ্নিত করে বর্জন করতে হবে।’
মানববন্ধনে শিক্ষকরা ইসরায়েলি সব পণ্য চিহ্নিত করে বয়কটের আহ্বান জানান। তারা বলেন, ‘আমরা তাদের অর্থনৈতিকভাবে অচল করে দেব। আমরা কেউ তাদের পণ্য ব্যবহার করব না। বর্তমান সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’
(ঢাকা টাইমস/২০মার্চ/এসএ)

মন্তব্য করুন