‘খিলাফত প্রতিষ্ঠা ছাড়া মুসলিমদের মুক্তি নেই’

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ১৬:৩৪
অ- অ+

যদি শুধু দোয়া ও মানববন্ধন করেই মুসলমানদের বিজয় নিশ্চিত হতো, তাহলে রাসুল (সা.) বদর ও উহুদ যুদ্ধে অংশ নিতেন না। মুসলমানদের আবারও এক ছায়ার তলে আশ্রয় নিতে হবে এবং মুসলিম খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম।

বৃহস্পতিবার জবি শিক্ষক সমিতির আয়োজনে গাজায় ফিলিস্তিনিদের ওপর নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

রিয়াজুল ইসলাম বলেন, ‘ইসরায়েলিরা যখন আমাদের মা-বোনদের হত্যা করে, তখন তারা জঙ্গিবাদের তকমা পায় না। কিন্তু আমরা যখন জিহাদের কথা বলি, আমাদের অধিকার ফিরিয়ে আনার কথা বলি, তখন পশ্চিমা মিডিয়া আমাদের জঙ্গি আখ্যা দিয়ে চুপ করিয়ে দেয়। এসব ভণ্ডামি বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি শুধু নিন্দা আর মানববন্ধনেই সীমাবদ্ধ থাকি, তাহলে কোনো পরিবর্তন আসবে না। ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হলে তাদের সব পণ্য চিহ্নিত করে বর্জন করতে হবে।’

মানববন্ধনে শিক্ষকরা ইসরায়েলি সব পণ্য চিহ্নিত করে বয়কটের আহ্বান জানান। তারা বলেন, ‘আমরা তাদের অর্থনৈতিকভাবে অচল করে দেব। আমরা কেউ তাদের পণ্য ব্যবহার করব না। বর্তমান সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

(ঢাকা টাইমস/২০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা