শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ১৭:০৭
অ- অ+

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ (বৃহস্পতিবার) বিকেলে শিলংয়ে পৌঁছেছে। বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ফুটবল দল।

কলকাতায় কয়েক ঘন্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল চারটায় শিলং বিমানবন্দর পৌছায় বাংলাদেশ। এখন সেখান থেকে টিম হোটেলের উদ্দেশ্যে রয়েছেন জামাল-হামজারা।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। তিনি ১৭ মার্চ সিলেট পৌছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে টিমে যোগ দেন। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। কন্ডিশনিং ক্যাম্প থেকে দেশে ফেরার ২৭জনের মধ্যে বাদ পড়েছেন আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন।

দল ঘোষণার পর সকালেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিমানবন্দরে আজও আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা। গণমাধ্যমের বেশিরভাগ প্রশ্নই ছিল শেফিল্ড ইউনাইটেডের এই তারকাকে নিয়ে।

হামজাকে সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সোহেল রানা। এক দিনের পরিচয়েই দলের সবার সঙ্গে হামজা দারুণভাবে মানিয়ে নিয়েছেন বলে জানান তিনি, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’

এদিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণের চোখে হামজার অন্তর্ভূক্তি ইতিবাচক ঘটনা। তিনি বলেন, ‘গতকাল সে (হামজা চোউধুরী) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ ব্যাপার।’

জেতার জন্যই ভারতে যাচ্ছেন বলেও জানান তপু, ‘আমাদের প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি।’

(ঢাকাটাইমস/২০ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে অগ্নিসংযোগ
ড্রেজিং কাজে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা