জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১২:২১
অ- অ+

জামালপুর সদর উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জামালপুর সদর থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. মাসুদ আনোয়ার।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার মনিরাজপুর জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে তিনটি ড্রাম ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে এক হাজার ৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করাসহ তিনটি গাড়ি আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর বাগবাড়ী এলাকার মৃত ওমর আলী মণ্ডলের ছেলে আ. মালেক খোকন (৪৭), চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি এলাকার আ. খালেকের ছেলে মো. আজিজুর রহমান বাবু (২৪) ও উপজেলার পাটুনিপাড়া এলাকার মো. সোহরাবের ছেলে মো. হাফিজুর রহমান (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিধানিক দল জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে তিনটি ট্রাক থেকে এক হাজার ৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। উদ্ধার হওয়া এ-সব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, প্রত্যেক আসামি এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে উদ্ধারকৃত আলামত ফেনসিডিল, মদ ও ব্যবহৃত গাড়ির বিষয়ে জামালপুর সদর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা