ঝিনাইদহে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৩:২১
অ- অ+

ঝিনাইদহের মহেশপুরে বিচার-সালিশের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ জাফর আলী (৪২) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা জীবননগর পাড়ায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রণি মধ্যরাতে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।

নিহত জাফর আলী কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সামন্তা জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে।

কাজীরবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বলেন, ‘একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামায়াত নেতা আমির মোড়ল, সজিব, তরিকুল ও আব্বাস মাস্টারের সঙ্গে বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে বিচারের নামে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।’

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা বিচার সালিশের নামে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মহেশপুর উপজেলা বিএনপি শুক্রবার বিকাল ৩টায় সামন্তা বাজারে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে রাতেই মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। একটি গাছের মালিকানা নিয়ে এই ঘটনার সূত্রপাত। তবে দলীয় কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হবে বলেও জানান। থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা