পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ সদস্যের দাফন সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রী ও পুত্রের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল কেন্দ্রীয় মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কেন্দ্রীর কবরস্থানে তাদের তিনজনেরই দাফন সম্পন্ন করা হয়।
শুক্রবার সকালে রাব্বির বাাড়িতে গিয়ে দেখা যায়, ছেলে, পুত্রবধূ ও একমাত্র নাতিকে হারিয়ে পাথর প্রায় রাব্বির মা। একই সাথে তাদের হারিয়ে নানা বিলাপ করছে পরিবারের সদস্যরা। তাদের মৃত্যুর খবর শুনে রাব্বির বাড়িতে এসে ভিড় করছে এলাকাবাসী।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রাব্বি দম্পত্তির এবং একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন মুক্তা খাতুন। মুক্তা তার বাবার বাড়িতে প্রায় ৫ মাস ছিলেন। শুক্রবার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল মুক্তা খাতুনের। সেই লক্ষেই বৃহস্পতিবার ঈশ্বরদী বাজার থেকে কেনাকাটা শেষে বাবার বাড়ি উপজেলার নওদাপাড়া গ্রামে ফেরার পথেই সড়ক দূর্ঘটনায় স্বামী ও সন্তানসহ মারা যান মুক্তা খাতুন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ঈশ্বরদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক সড়কের বহরপুর কান্দিপাড়া (বাঁশ হাট) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)
মন্তব্য করুন