টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফের মহাসড়ক অবরোধ শ্রমিকদের

টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১১:২৮| আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:৩৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

রবিবার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ সৃষ্টি করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে যৌথবাহিনীর অনুরোধে সকাল ৯টায় মহাসড়ক ত্যাগ করে কারখানার সামনে অবস্থান করছেন।

জানা গেছে, কারখানাটিতে প্রায় ১,৩০০ শ্রমিক কাজ করেন। গত ১১ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের জন্য মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে চার ঘণ্টা পর তারা মহাসড়ক ত্যাগ করেন। ২০ মার্চ শ্রমিকদের কিছু বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।

রবিবার সকালে সেই বেতন ও ঈদ বোনাসের দাবি নিয়ে কারখানার সামনে আসেন শ্রমিকরা। এসময় কারখানার সামনে বন্ধের নোটিশ দেখে তারা সকাল ৭টায় হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ৯টায় যৌথবাহিনী সমাধান করার কথা বলে শ্রমিকদের মহাসড়ক থেকে কারখানার সামনে নিয়ে আসে। শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন।

স্বর্ণালী বেগম নামে এক শ্রমিক বলেন, ‘কিছুদিন পরেই ঈদ। এখন বেতন-ভাতা আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা, কীভাবে বাসা ভাড়া দেব, দোকানের বাকি শোধ করব, কিছুই বুঝতে পারছি না।’

শ্রমিক শারমিন আক্তার বলেন, ‘১১ মার্চ বেতনের জন্য মহাসড়ক অবরোধ করার পর ২০ মার্চ কিছু শ্রমিককে বেতন দেয়। আমাদের সমস্যার সমাধানের জন্য তারা কোনো চেষ্টা করেনি।’

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন। মহাসড়ক থেকে সরে তারা এখন কারখানার সামনে অবস্থান করছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/২৩মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা