ওয়ানডে নয় পাকিস্তানের বিপক্ষে টি- টোয়েন্টি খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৩:২৯
অ- অ+

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যর্থ হয়ে পড়েন ঘরোয়া ক্রিকেটে। লমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু থেকেই এবার খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম লিগ শেষেই পরবর্তী সিরিজের জন্য যোগ দেবেন শান্ত-মিরাজরা। যেখানে আগামী মাসে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ।

পরবর্তীতে আগামী মে'তে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। আর আসন্ন এই দুই সিরিজের সবকটি ম্যাচই ওয়ানডে ফরম্যাটে খেলার কথা ছিল। তবে নতুন করে সবগুলো ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

বিসিবির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডের সিরিজ। কিন্তু সেটিও এখন টি-টোয়েন্টি সিরিজে রূপান্তরিত হয়ে গেছে।

ম্যাচের ফরম্যাট পরিবর্তন হওয়া নিয়ে বিসিবির এক কর্মকতা জানান, আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূলত এ কারণেই দুই বোর্ড মনে করেছে এখন টি-টোয়েন্টি ম্যাচই বেশি খেলা উচিত। তা ছাড়া আমাদের মতো পাকিস্তান দলও ট্রানজিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদেরও অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই। এই অবস্থায় টি-টোয়েন্টি সংস্করণে দল গোছাতেও এই সংস্করণে বেশি ম্যাচ খেলা প্রয়োজন।’

তবে, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে এখনো দোটানায় রয়েছে বিসিবি। নাজমুল হোসেন গত জানুয়ারিতে জানিয়ে দিয়েছেন, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। কিন্তু বোর্ড চাইলে ওয়ানডে এবং টেস্ট অধিনায়কত্বে রাজি আছেন।

বিসিবি সূত্র বলছে, এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তাদের। আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ নেই, তাই বোর্ডের পক্ষ থেকে অধিনায়ক নির্বাচনের বিষয়ে আরও সময় নেওয়া হবে। তবে টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন তা নিয়ে এখন চলছে আলোচনা। যেখানে শীর্ষে রয়েছে লিটন দাসের নাম।

(ঢাকাটাইমস/২৩ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা
মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
অবাধ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে: লায়ন ফারুক 
গুলিস্তানের শহীদ মতিউর পার্কের পুকুরে শিশুর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা