চুয়াডাঙ্গায় নামাজরত বাবাকে হত্যা করলো ছেলে

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৩:৫৭| আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৪:০১
অ- অ+

চুয়াডাঙ্গায় নামাজরত অবস্থায় দোদুল হোসেন রিন্টু (৫৩) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে তারই ছেলে। শনিবার রাতে চুয়াডাঙ্গার পৌর এলাকার পলাশপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত দোদুল হোসেন রিন্টু চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি ইতালি প্রবাসী ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রিফাত মোবাইলে গেমে আসক্ত। মাগরিবের আগে দোদুল হোসেন রিফাতের মোবাইল কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয় ছেলে রিফাত। এরপরই বাবা দোদুল হোসেন নামাজে দাঁড়ালে পেছন থেকে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে রিফাত। পরিবারের সদস্যরা দ্রুত দোদুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দোদুল হোসেন তার ছেলেকে মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করেন। ছেলে রিফাতের কাছ থেকে তিনি মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে রেগে যায় রিফাত। ইফতারি শেষে বাড়িতে মাগরিবের নামাজ আদায় করছিলেন দোদুল হোসেন। নামাজে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে রিফাত ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে। খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখার কিছুক্ষণ পর তিনি মারা যান।

তিনি আরও জানান, অভিযুক্ত ছেলে রিফাতকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। রিফাত হোসেন একটি মাদরাসার দশম শ্রেণিতে অধ্যয়নরত। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েত বলেন, আহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা