মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সুফি মিজানের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১৭:২৮
অ- অ+

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পপতি পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাবেক এই রাষ্ট্রনেতার আমন্ত্রণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মাহাথির বিন মোহাম্মদ সুফি মিজানকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে শততম জন্মবার্ষিকীতে প্রবীণ এ রাষ্ট্রনায়ককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি মাহাথির মোহাম্মদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রত্যুত্তরে মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশের শিল্পায়নে সুফি মিজানের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি সুফি মিজানকে শিল্পখাতে অব্যাহত অবদান রাখার আহ্বান জানান।

এই বিশেষ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন— পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু এবং বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান।

উল্লেখ্য, তুন ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৪ সালে সুফি মিজানের আমন্ত্রণে মাহাথির মোহাম্মদ তার সহধর্মিণীসহ বাংলাদেশ সফর করেন এবং পিএইচপি ফ্যামিলির উদ্যোগে প্রতিষ্ঠিত ইউআইটিএস (ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স)-এর দ্বিতীয় সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সুফি মিজানের কনিষ্ঠপুত্র মোহাম্মদ আকতার পারভেজ বর্তমানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংক খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
মোবাইল অ্যাপ ‘Shahjalal Touch Pay’ চালু করলো শাহজালাল ইসলামী ব্যাংক
সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা
ডাকসু নির্বাচন: খসড়া তালিকায় ভোটার ৩৯৯৩২ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা