আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর সহকারীর মৃত্যু 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৪:৫৯| আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৫:১৬
অ- অ+

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর সহকারী আনিছ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার নলেরচর তালতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছের বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে। তিনি জামালপুর জেলা আদালতের আইনজীবীর সহকারী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনিছ সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আদালতে যাচ্ছিলেন। মেলান্দহ থেকে অটোরিকশা করে তিনি জামালপুর শহরের দিকে যাওয়ার পথে নলেরচর তালতলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আনিছের মাথায় আঘাত লাগে। তীব্র রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা