গাজীপুর নারায়ণগঞ্জ নাটোর ও সাতক্ষীরা জেলায় বিএনপির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ০৮:৫৫| আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:১১
অ- অ+

চার জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন কমিটি দেওয়া জেলাগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, নাটোর ও সাতক্ষীরা।

ফজলুল হক মিলনকে আহ্বায়ক ও ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৩৩ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ৩৬ সদস্যবিশিষ্ট নাটোর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি এবং এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের কমিটিতে আরও যারা রয়েছেন:

১নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম (বাচ্চু), যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

এ কমিটিতে সদস্যরা হলেন— পীরজাদা রুহুল আমিন, হুমায়ুন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সাখাওয়াত হোসেন সবুজ, ভিপি মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আবু তাহের মুসুল্লি, খায়রুল আহসান মিন্টু, হোসেন আরমান মাস্টার, মো. নুরুল ইসলাম সিকদার, মোয়াজ্জেম দেওয়ান, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, জয়নাল আবেদিন রিজভী, বিল্লাল বেপারী, ইব্রাহিম প্রধান, রিয়াজ উদ্দিন আহমেদ, এম. আনোয়ার হোসেন, আব্দুল জলিল মন্ডল, মেহেরুল ইসলাম বকশী মুরাদ, আ. মান্নান দেওয়ান, ফ. ম. মমতাজুদ্দিন, আফজাল হোসেন বেপারী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, আবুল প্রধান, আজগর হোসেন খান, আবুল মনসুর মণ্ডল, রাশেদুল হক, আনোয়ার বেপারী, সাখোয়াত হোসেন সেলিম, বাবু বিধান কান্ত বর্মণ।

নারায়ণগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাশুকুল ইসলাম রাজিব, শরিফ আহমেদ টুটুল।

এ কমিটির সদস্যরা হলেন— মুহাম্মদ গিয়াসউদ্দিন, আজহারুল ইসলাম মান্নান, গোলাম ফারুক খোকন, লুৎফর রহমান আবদু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, মো, ইউসুফ আলী ভূঁইয়া, শহিদুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আশরাফুর হক রিপন, মজিবর রহমান ভূঁইয়া, মোশতাক আহমেদ, শাহজাহান মেম্বার, শামসুল হক মোল্লা, মো. বাছির উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, তাসিকুল হক ওসমান, মো. জুয়েল আহমেদ, মাহমুদুউল্লাহ, একরামুল কবির মামুন, মো. রিয়াজুল ইসলাম, আনোয়ার সাদাত সায়েম, রিয়াদ মো. চৌধুরী, রহিমা শরিফ মায়া, মো. অকিল উদ্দিন ভূঁইয়া, সেলিম হক রূমী, মো. নূরনবী ভূঁইয়া, নাদিম হাসান মিঠু, হামিদুল হক খান।

নাটোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান খান (বাবুল) চৌধুরী, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

সদস্যরা হলেন— শহিদুল ইসলাম বাচ্চু, সাবিনা ইয়াসমিন ছবি, আবুল কাশেম, তারিকুল ইসলাম টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, সুফিয়া হক, রঞ্জিত কুমার সরকার, কাজী শাহ আলম, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম (আনু), ডা. ইয়াসির আরসাদ (ডা. রঞ্জন), শেখ এমদাদুল হক আল মামুন, হাবিবুল ইসলাম হেলাল, অ্যাডভোকেট শরিফুল হক মুক্তা, অধ্যাপক এম লুৎফর রহমান, হাফিজুর রহমান, মশিউর রহমান বাবলু, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, এম এ হাফিজ, এ হাই তালুকদার ডালিম, আবুল কালাম আজাদ (সাবেক চেয়ারম্যান), শহিদুল্লাহ সোহেল (জিএস), সানোয়ার হোসেন তুষার (ভিপি), রাসেল আহম্মেদ রনি, নাসিম উদ্দিন, শামসুল আলম রনি, ফয়সাল আলম আবুল বেপারী।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবুল হাসান হাদী, তাজকিন আহম্মেদ চিশতি, ড. মো. মনিরুজ্জামান, মো. আখতারুল ইসলামকে।

সদস্যরা হলেন— অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলীম, হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ রইচ উদ্দিন, মো. আব্দুর রশিদ, সম. হেদায়েতুল্লাহ, জিএম লিয়াকত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, মৃণাল কান্তি রায়, মহিউদ্দীন সিদ্দিক, শের আলী, সোলাইমান কবির, অধ্যক্ষ শফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আব্দুর রকিব মোল্ল্যা, ইঞ্জি. মো. আয়ুব হোসেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আশেক এলাহী মুন্না, আসাফুর রহমান তুহিন, অধ্যাপক আতাউর রহমান, মো. নুরুজ্জামান।

(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা