বোয়ালমারীতে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারির বিচারের দাবিতে সড়ক অবরোধ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ১৪:১৬| আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৪:৩০
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারির বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকায় মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। সোতাশী গ্রামের শত শত নারী-পুরুষ এ অবরোধ ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

জানা যায়, বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত মাদক কারবারি মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটকের পর ছেড়ে দিলে এলাকায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আওয়ামী লীগ নেতা চিহ্নিত মাদক কারবারি মতি কাজী ওরফে মতি মেম্বার। সোমবার রাতের আঁধারে মতি কাজীর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির সমর্থক একাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে হামলাকারীরা।

হামলা-ভাঙচুর ও লুটপাট করার প্রতিবাদে চিহ্নিত মাদক কারবারি মতি কাজীসহ হামলায় অংশ নেওয়াদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চিহ্নিত মাদক-কারবারি, একাধিক মাদক মামলার আসামি মতি কাজী ওরফে মতি মেম্বার দীর্ঘদিন ধরে এলাকাটিতে বেপরোয়াভাবে মাদক কারবার চালিয়ে আসছিলেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দাউদ কাজীর ছেলে। এলাকায় মাদক-সম্রাট ইয়াবা মতি মেম্বার নামেও তিনি সর্বাধিক পরিচিত।

স্থানীয়রা আরও জানায়, সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক সম্রাট মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গা-ঢাকা দেন মতি কাজী। এসময় মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটক করা হয়। ইসলাম কাজীর স্বীকারোক্তি অনুযায়ী আভিযানিক দল মতি কাজীর মায়ের ঘরের একটি বাক্স থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও দুই কেজির মতো গাঁজা উদ্ধার করে। তখন ইসলাম কাজীকে আটক করে অভিযানকারী টিম। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী। পরে আটক ইসলাম কাজীকে ছেড়ে দেয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। সে ছাড়া পেয়ে মিষ্টি বিতরণ করায় চিহ্নিত মাদক কারবারি মতি কাজীর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি আওয়ামী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাত সাড়ে ৮টার দিকে বিএনপি সমর্থক একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়। এসময় বাড়ির বেশির ভাগ লোক তারাবি নামাজ পড়তে মসজিদে ও পার্শ্ববর্তী মমিন মার্কেটে আড্ডা দিচ্ছিল।

হামলায় বিএনপি সমর্থক ইউসুফ মণ্ডলের ছেলে বাবর মণ্ডল (২৮) ও রিজাউল শেখের ছেলে মো. মুজাহিদ শেখ (২৩) নামে দুই যুবক মারাত্মক আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত দুজনেরই হাত ভেঙে দিয়েছে হামলাকারীরা। বর্তমানে তারা হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় যে সব বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্তরা হলেন— সোতাশী গ্রামের কামরুল শেখ (৪৫), শরিফুল শেখ (৪০), কুবাদ শেখ (৪০), কবির মাতব্বর ও তারা শেখ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ থেকে অবগত হয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/২৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা