চাঁদপুরে শতাধিক যানবাহনে তল্লাশি, ১০ গাড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ১৮:০১| আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৮:০৬
অ- অ+

চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় সড়কে চেকপোস্ট বসিয়ে ১০৭ যানবাহনে তল্লাশি, ১১ মোটরসাইকেল আরোহী এবং ৪ ট্রাক চালককে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ৫ মোটরসাইকেল ও ৫ গাড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সীমান্ত এলাকা গৃদকালিন্দিয়া এবং বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

বিকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ফরিদগঞ্জের অভিযানে ৫৫ যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৫ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসময় ৩ গাড়ি জব্দ করা হয়। গাড়ি ও অবৈধ ৫ মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডে ৫২ যানবাহন তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৬ মোটরসাইকেল আরোহী ও ৪ ট্রাক চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই জব্দ করা হয় দুটি গাড়ি। গাড়ি দুটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা