শ্রীপুরে এক পরিবারের ৮ দৃষ্টি প্রতিবন্ধী পেলেন তারেক রহমানের ঈদ উপহার

গাজীপুরের শ্রীপুরে জন্ম থেকেই একটি পরিবারের ৮ সদস্য দৃষ্টি প্রতিবন্ধী। তাদের সংসারে রোজগারের বাড়তি কোনো সদস্য নেই। এই অসহায় পরিবারটি এবারের ঈদ উদযাপন নিয়েও তাদের ছিল অনিশ্চয়তা।
এমন অসহায় অবস্থার কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। যার মধ্যে ছিল এক মাসের খাদ্যসহায়তা ও পোশাক সামগ্রী। এ সহায়তা পেয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠেছে।
শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব হলাটিরচালা এলাকায় ওই পরিবারের বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী তুলে দেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা।
এ সময় অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা চাই, সবাই মিলে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুক। তাই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা দেওয়া হচ্ছে।’ এছাড়া এ পরিবারের সদস্যদের চিকিৎসার উদ্যোগও নেবেন বলে জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি সাংবাদিক মাহফুল হাসান হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এজে)

মন্তব্য করুন