মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯ মোবাইলসহ দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে উপজেলার হরিতলা এলাকা থেকে সোনিয়া আক্তার (২৫) ও মোহাম্মদ হোসাইন (৩০) নামে দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৫১ হাজার ৯০০ টাকা এবং ৬৯টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করেন সেনা সদস্যরা।
অভিযানে প্রায় দেড় কেজি গাঁজা, তিনটি পাওয়ার ব্যাংক, একটি ক্যামেরা, চারটি দেশীয় অস্ত্র এবং সাতটি খালি ইয়াবার প্যাকেটও উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/৩এপ্রিল/এজে)

মন্তব্য করুন