বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ছালাম খোন্দকার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৪টার দিকে শিশুটির পরিবারের সদস্যরা খেতে মুগডাল তুলতে যায়। সেই সুযোগে ওই শিশুটিকে ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে বাড়ির অদূরে একটি নির্মাণাধীন ভবনের কক্ষে নিয়ে ধর্ষণ করেন ছালাম। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে ছালাম খোন্দকারকে হাতেনাতে ধরে ফেলে। পরে সন্ধ্যার দিকে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে। আসামি ছালাম খোন্দকারকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৬এপ্রিল/এসএ)

মন্তব্য করুন