নগরকান্দায় ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ফরিদপুরের নগরকান্দায় ওষুধের কার্টনের মধ্যে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে তারা জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি নগরকান্দা থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/০৬এপ্রিল/এসএ)

মন্তব্য করুন