পাল্টা শুল্ক পুনর্বিবেচনার জন্য ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১৮:৩৯| আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৯:১৮
অ- অ+

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাণিজ্য উপদেষ্টার পক্ষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিসে (ইউএসটিআর) আরেকটি চিঠি দেওয়া হবে ৩৭ শতাংশ শুল্কের বিষয়টি পর্যালোচনার আবেদন করে। চিঠিতে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তাও উল্লেখ করা হবে।

রোববার (৬ এপ্রিল) বিকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা বিষয়ক বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার হাই-রিপ্রেজেন্টেটিভ, বিশেষ দূত, প্রেস সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ সচিব এবং কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে দুটি চিঠি দেবে। একটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হবে। অন্যটি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া হবে ইউএসটিআরে।

বাংলাদেশের ওপর নতুন শুল্ক আগামী তিন মাস কার্যকর না করার জন্য উপদেষ্টার চিঠিতে অনুরোধ জানানো হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বৈঠকে উপস্থিত সবাই তাদের মতামত দিয়েছেন। নতুন শুল্কের পর বাংলাদেশ কী কী কর্মপরিকল্পনা গ্রহণ করছে, চিঠিতে সেগুলোর উল্লেখ থাকবে। তবে চিঠিতে যা-ই থাকুক তা হবে ব্যবসাবান্ধব এবং সেখানে বাংলাদেশের ব্যবসার স্বার্থকে দেখা হবে।

যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় বাজার- এ কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, সেখানে আমাদের ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে রপ্তানি করা বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক নির্ধারণ করেন। যেসব দেশ মার্কিন পণ্যের ওপর যত শুল্ক নেয়, তার অর্ধেক ওই সব দেশের পণ্যের ওপর ধার্য করেন তিনি।

বাংলাদেশে মার্কিন পণ্যের ওপর শুল্ক ধার্য রয়েছে ৭৪ শতাংশ, সেই হিসাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল বাংলাদেশি পণ্যের ওপর।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা