সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৫৯ হাজার

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিপ্রতি সর্বোচ্চে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা এবং ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ গত ৮ এপ্রিল ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত বাজুস মোট ১৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৫ বার কমেছে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমআর)

মন্তব্য করুন