জামালপুরে ধানের আড়ালে গাঁজা চাষ, যুবক আটক

জামালপুর সদর উপজেলায় ধানখেতের আড়াল থেকে তিনটি গাঁজা গাছসহ মো. আকাশ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে গাছগুলো উদ্ধার করা হয়।
আটককৃত মো. আকাশ উপজেলার ইউনিয়নের নয়াপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়াপাড়া গ্রামের দুলাল মিয়ার বাড়ির পেছনে পুকুরের পাশে ধানখেত থেকে তিনটি গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছ একদমই ছোটো। পরে আকাশ নামে এক যুবককে আটক করা হয়।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) ওবায়দুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে আকাশ। নিয়মিত মাদক মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
(ঢাকা টাইমস/১১এপ্রিল/এসএ)

মন্তব্য করুন