বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা স্বপন ও যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৮
অ- অ+

ঢাকার খিলগাঁও থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল মাহমুদ খান স্বপন (৫২) এবং খিলগাঁও থানার ২ নং ওয়ার্ড যুব মহিলালীগের সভানেত্রী ফাতেমা আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে খিলগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এদিন বিকালে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে আজিজুল মাহমুদ খান স্বপন (৫২) ও দক্ষিণ গোড়ান এলাকা থেকে খিলগাঁও থানার ২ নং ওয়ার্ড যুব মহিলালীগের সভানেত্রী ফাতেমা আক্তারকে (৪২) গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, খিলগাঁওয়ের বাসিন্দা মো. হিরার (১৬) আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় মামলাটি রেকর্ড হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বাদীকে গুরুতর রক্তাক্ত, জখম, চুরি, চাঁদা দাবি, চাঁদা গ্রহণসহ হুকুম দেওয়ার অপরাধে ১৬৩ জনের নাম উল্লেখসহ আওয়ামী লীগ, আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটসহ অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১৫০-২০০ জন নেতাকর্মী ও সশস্ত্র ক্যাডার বাহিনীর বিরুদ্ধে তিনি মামলাটি করেন। এ মামলায় গতকাল এই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান খিলগাঁও থানার ওসি।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা