উপজেলা মৎস্য কর্মকতার পিয়নের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ২০:৫১
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি সাধারণ মানুষকে সরকারের নানা সহায়তা পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনায় বুধবার (১৬ এপ্রিল) ভুক্তভোগীরা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের পিয়ন মাহবুব আলম সুমন সনমান্দি ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনুস প্রত্যেক দরিদ্র অসহায়কে নগদ দুই লাখ টাকা করে দেবেন। সেই টাকা পেতে দারিদ্র্য বিমোচন কর্মসংস্থানে হাজার টাকা করে ব্যাংকে জমা দিতে হবে। মাহবুব আলম সুমনের এমন কথায়্‌ আশ্বস্ত হয়ে ওই ইউনিয়নের শতাধিক মানুষ টাকা দেন।

টাকা দেওয়ার পর ভুক্তভোগীদের মুঠোফোনে এসএমএস দেওয়া হতো- ‘আপনার একাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে।’

একপর্যায়ে প্রত্যারণার বিষয়ে সন্দেহ জাগলে ভুক্তভোগীরা তথ্য নিয়ে জানতে পারেন যে সুমনের বলা ব্যাংকে কারো নামে অ্যাকাউন্ট নেই।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, সরকারপ্রধানের অনুদানের কথা বলে নগদ টাকা ছাড়াও সরকারি ঘর পাইয়ে দেবার কথা বলে জনপ্রতি দেড় লাখ, দুধেল গাভি দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা এবং মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, খাদ্য ভাতার মতো নানাবিধ ভাতার জন্যেও টাকা নেন মাহবুব আলম সুমন।

বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘আমরাও অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আমরা ইতোমধ্যে তদন্তও শুরু করেছি। অলরেডি তাকে শোকজ করা হয়েছে। আমরা অবশ্যই এটা তদন্ত করে সত্যতা পেলে তাকে বিচারের আওতায় নিয়ে আসব।’

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা