জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ২০:৪৭
অ- অ+

পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলীর ছেলে। জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা তিনি। বেহেস্তী রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ মামলা সূত্রে জানা গেছে, তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সঙ্গে বেহেস্তী রহমান ঈদের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সঙ্গে প্রেম করতেন। বিষয়টি জানার পর দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গত জানুয়ারি ওই মেয়ের বিয়ে হয়। এরপর বেহেস্তী মেয়েটিকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

কিছুদিন আগে বেহেস্তী ওই মেয়েকে ফোন করে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং স্বামীর সাথে বিবাহবিচ্ছেদ করতে বলেন। মেয়েটি রাজি না হলে গত এপ্রিল রাতে তার ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বেহেস্তী। এরপর মেয়েটি বাদী হয়ে থানায় মামলা করেন।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা