জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে আমিনুল আক্তার 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৫, ১৭:৩০
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন ভাইস-চ্যান্সেলর দপ্তরের পরিচালক এবং সচিব মো. আমিনুল আক্তার। গত ১৬ এপ্রিল ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান স্বাক্ষরিত অফিস আদেশে আমিনুল আক্তারকে এই দায়িত্ব দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের ছুটিকালীন সময়ে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার-এর দায়িত্ব পালন করবেন।’

মো. আমিনুল আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

(ঢাকা টাইমস/১৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা