দিনাজপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ১৫:০২| আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫:২৯
অ- অ+

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নাঈম হোসেন নামে আরও একজন আহত হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দোয়েল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থানাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

আহত নাঈম হোসেন একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে।

পুলিশ জানায়, রবিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু শহরে ঘুরতে বের হয়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ দোয়েল মোড় এলাকায় আসলে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিকআপের চাকায় চাপা খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামে এক যুবকের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই যুবকের মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাতেই মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা