রাজধানীতে হত্যাসহ ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজন গ্রেপ্তার

রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার আসামি যুবলীগ নেতা মো. রাজনকে (২৯) গ্রেপ্তার করেছে কদমতলী থানা পুলিশ।
শনিবার রাতে কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজন কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিট যুবলীগ সভাপতি।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কদমতলী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে অস্ত্রধারী সস্ত্রাসীদের সঙ্গে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেছিলেন।
রাজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি হত্যা মামলাসহ তিনটি মামলা এবং চাঁদাবাজি, দস্যুতা ও মাদকের ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এজে)

মন্তব্য করুন