বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় জালাল উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের কাটনাহার মোড় এলাকার নিউ এস এ মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন কাহালু উপজেলার রোস্তম চাপড় গ্রামের মৃত আমির উদ্দিন ফকিরের ছেলে।
জানা গেছে, জালাল উদ্দিন রাইস মিল থেকে ধান ভেঙে সাইকেলে বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। কাটনাহার সংযোগ সড়ক থেকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উঠতেই বগুড়া থেকে নওগাঁগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।(ঢাকা টাইমস/২১এপ্রিল/এসএ)

মন্তব্য করুন