নোয়াখালীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১২:০৪
অ- অ+

নোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটো অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরজববর সোনাপুর সড়কের ফুল জাহান নগরের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম ইউসুফ (২৭)। তিনি চরজব্বার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাতিয়ালাগো বাড়ির আবদুর রহিমের ছেলে। স্থানীয় পরিষ্কার রাস্তার মাথার একজন বিকাশ দোকানদার।

স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে নগদ আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহ্ত দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তার গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তারা ইউসুফকে কুপিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চরজববর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যবসায় ইউসুফের মাথা ও শরীরে কুপিয়ে জখম করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা