মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকার কোহিনুর কেমিক্যাল কোম্পানির সুপারভাইজার বিধান বাবুকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে কারখানাটির ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
কোহিনুর ক্যামিকেলের একাধিক শ্রমিক ঢাকা টাইমসকে জানান, এদিন দুপুর দুইটার দিকে কারখানাটির এক শ্রমিক বিধান বাবুর কাছে নামাজের জন্য অনুমতি নিতে যান। এ সময় তিনি মহানবী (সা.)- কে নিয়ে কটূক্তি করতে থাকেন। পরে শ্রমিকরা এর প্রতিবাদ জানান। কর্মকর্তাদের কাছে তার বিচার দাবি করেন। এক পর্যায়ে তারা সড়কে চলে আসেন, অবরোধ করে করেন মহাখালী-মগবাজার মূল সড়ক।
এদিকে শ্রমিকদের বিক্ষোভে এক পর্যায়ে সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও তারা থামেনি। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে কারখানা থেকে বিধান বাবুকে আটক করা হয়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা বিধান বাবুকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন