মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ২২:৫৮
অ- অ+

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকার কোহিনুর কেমিক্যাল কোম্পানির সুপারভাইজার বিধান বাবুকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে কারখানাটির ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

কোহিনুর ক্যামিকেলের একাধিক শ্রমিক ঢাকা টাইমসকে জানান, এদিন দুপুর দুইটার দিকে কারখানাটির এক শ্রমিক বিধান বাবুর কাছে নামাজের জন্য অনুমতি নিতে যান। এ সময় তিনি মহানবী (সা.)- কে নিয়ে কটূক্তি করতে থাকেন। পরে শ্রমিকরা এর প্রতিবাদ জানান। কর্মকর্তাদের কাছে তার বিচার দাবি করেন। এক পর্যায়ে তারা সড়কে চলে আসেন, অবরোধ করে করেন মহাখালী-মগবাজার মূল সড়ক।

এদিকে শ্রমিকদের বিক্ষোভে এক পর্যায়ে সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও তারা থামেনি। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে কারখানা থেকে বিধান বাবুকে আটক করা হয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা বিধান বাবুকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন: যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা