কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত পরিচয় ৩ যুবকের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৭| আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৯
অ- অ+

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় তিন যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে সদর রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে ২ কিলোমিটার উত্তরে মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর রসুলপুর স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ চক্রবর্তী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে এই তিন যুবককে ঢাকামুখী রেলসড়কে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সাহেদ বলেন, ‘সকাল ৬ টার ঘটনা। তিন যুবকের একজনকে মাথাবিহীন অবস্থায় পাওয়া যায়৷ অন্য দুজনের দেহে তখনো প্রাণ ছিল। তারা পানি পানি বলে কাতরাচ্ছিলেন। আমরা দৌঁড়ে পানি আনার আগেই তারা মারা যায়। তাদের শরীরও দ্বিখন্ডিত ছিল।’

স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে কুমিল্লায় নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যেকোনো ট্রেনে এই তিন যুবক কাটা পড়তে পারেন। কোন ট্রেনে কাটা পড়ছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। নিহত যুবকদের পরিচয় জানারও চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা