সোনাইমুড়ীতে চাঁদা চেয়ে চিঠি, না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে তালার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ২১:০০
অ- অ+

১০ লাখ টাকা চাঁদা চেয়ে দোকানে একটি চিঠি পাঠান অজ্ঞাতনামা ব্যক্তি। পরে চাঁদা না পেয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আবুল বাশার পাটোয়ারীর ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে তালা খুলে দিলেও ওই চাঁদাবাজদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী আবুল বাশার পাটোয়ারী তার পরিবার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আবুল বাশার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে আবুল বাশার পাটোয়ারী বলেন, দীর্ঘ সময় ধরে তিনি আমিশাড়া বাজারে আসবাবপত্রের (ফার্নিচার) হার্ডওয়ার সামগ্রীর ব্যবসা করে আসছেন। গত রমজান মাসের চার-পাঁচ দিন আগে দোকানের সার্টার খুলে দেখেন ভেতরে একটি চিঠি। তাতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন অজ্ঞাতনামা ব্যক্তি। চিঠি পাওয়ার পর তিনি বাজারের অন্য ব্যবসায়ীদের বিষয়টি অবহিত করেন।

গত ১৭ এপ্রিল সকালে তিনি দোকানে গিয়ে দেখেন তিনটি শার্টারে অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া তালা। এ বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। পুলিশ তদন্ত করতে গিয়ে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেন আমিশাপাড়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মো. কামাল তার সহযোগীদের নিয়ে দোকানে তালা দেন।

আবুল বাশার পাটোয়ারী বলেন, পরে পুলিশ কামালকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তালা দেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। এরপর থেকে কামাল হোসেন নানা হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছেন।

বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে আবুল বাশার পাটোয়ারী বিষয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁদা দাবির কথা অস্বীকার করে মো. কামাল বলেন, তিনি দোকানে তালা দিয়েছেন এটা যেহেতু তারা সিসিটিভির ফুটেজে দেখেছে বিষয়ে তিনি কিছু বলবেন না। তবে আবুল বাশার পাটোয়ারীদের সঙ্গে পারিবরিক বিষয় নিয়ে পূর্বের বিরোধ রয়েছে। তাদের দায়ের করা একটি মামলায় ২০০৯ সালে তিনি কারাগারে ছিলেন। ওই বিরোধের জেরে ক্ষোভ থেকে তিনি দোকানে তালা দিয়েছেন বলে দাবি করেন।

কামাল আরও দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, প্রাথমিক তদন্তে দোকানে তালা দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আবুল বাশারের পূর্ববিরোধ মামলা রয়েছে। আবুল বাশার থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু মামলার অভিযোগের বর্ণনায় একটি অংশ নিয়ে তার আপত্তি থাকায় সেটি আর মামলা হিসেবে রুজু করা হয়নি। পরে ওই ব্যক্তিকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা