নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার কোরবান গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৫, ১০:০৪
অ- অ+

নোয়াখালীরে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোরবান আলী নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুছাপুর এলাকার টুটুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কোরবান আলী জসিম মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুর নবীর ছেলে। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি ও একটি অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ব্যবসায়ী হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে ডুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।

এ ঘটনায় ওই ব্যবসায়ী কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে কোরবান আলীকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় আটটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলাসহ মোট দশটি মামলা রয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত কোরবান আলী ও তার দলের ডাকাত সদস্যরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। এর আগে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হলেও গ্রেপ্তার এড়াতে সে ঢাকায় গিয়ে আত্মগোপনে থাকতো।’

তিনি জানান, ‘র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে কোরবানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সাথে থাকা অন্য অপরাধীদের নামও জানিয়েছে। তাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা