নোয়াখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়নে পুকুরে ডুবে পাখি আক্তার (৭) ও আলিশা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত পাখি আক্তার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে ও আলিশা খাতুন একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে। তারা দুজন ফকির মার্কেট নূরানী মাদরাসার নুরানী বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার জানান, পরিবারের অগোচরে শিশু দুইটা তাদের বাড়ির পুকুরে নামে। তারা সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। এদিকে তাদের অভিভাবক অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে অবশেষে বাড়ির পুকুরে তল্লাশি করলে একজনের মৃতদেহ ভাসতে দেখে পরে অপর শিশুরকে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। তদন্ত শেষে তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/২৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন